নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় মাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১ জুলাই ২০২৪ খ্রি: বৃহস্পতিবার আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় নৌ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই সভায় নৌ পুলিশের সম্মানিত ডিআইজি,অতিরিক্ত ডিআইজিবৃন্দ,নৌ পুলিশের ১১ টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দসহ সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে নৌ অধিক্ষেত্রে নৌ নিরাপত্তা ও জলজ সম্পদ রক্ষার্থে নৌ পুলিশের বিভিন্ন আইন ও এর যথাযথ প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।এরপর নৌ পুলিশের সকল অঞ্চলের মাসব্যাপী বিভিন্ন অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করা হয়।মাসব্যাপী ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটগরিতে নৌ পুলিশের চট্রগ্রাম অঞ্চল,সদর নৌথানা চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। নৌ পুলিশ প্রধান তাঁর বক্তব্যে বলেন," দেশের নৌ পথ নিরাপদ এবং মৎস্য ও জলজ সম্পদ রক্ষার্থে নৌ পুলিশের প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।" তিনি নৌপুলিশ এর ১১টি অঞ্চলে নৌ পুলিশের কার্যক্রম আরো বেগবান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।