Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪
নোটিশ

নৌ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত ১১ জুন ২০২৪ খ্রি: মঙ্গলবার আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় নৌ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নৌ পুলিশের কর্ণধার বাংলাদেশ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে নৌ পুলিশের ডিআইজি ,অতিরিক্ত ডিআইজিবৃন্দ, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ও১১ টি অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি মহোদয় নৌ পুলিশের ১১টি অঞ্চলের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রশাসনিক কার্যক্রম এবং আসন্ন ঈদ - উল - আযহা উপলক্ষে নৌ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সভায় নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জনাব মো: বেলায়েত হোসেন শিকদার মহোদয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা জানানো হয়। আসন্ন ঈদ - উল - আযহা উপলক্ষে নৌপথে নৌ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নৌ পুলিশ প্রধান বলেন," পবিত্র ঈদ কে কেন্দ্র করে নৌপথে টহলের বিশেষ ব্যবস্থা রাখতে হবে।ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে প্রতিটি গুরুত্বপুর্ন নৌঘাট সমূহে নৌ পুলিশ সদস্য নিষ্ঠার দায়িত্ব পালন করবে।" তিনি বলেন,"আমরা জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রতিজ্ঞা বদ্ধ।" তিনি সভায় উপস্থিত সকলকে আসন্ন পবিত্র ঈদ - উল - আযহায় ঈদ যাত্রী ও পশু ব্যবসায়ীদের নৌযান যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য,আজকের এই সভায় নৌ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি মহোদয় নৌপথে অপরাধ দমনে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটগরিতে বিভিন্ন অঞ্চলের নৌ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

বিস্তারিত